ফার কেমিক্যালের স্পিনিং ইউনিটের উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১০-১৯ ১৯:১০:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ স্পিনিং ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। সোমবার (১৭ অক্টোবর) থেকে কোম্পানিটির স্পিনিং ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। ফার কেমিক্যালের স্পিনিং ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। প্রতিদিন স্পিনিং ইউনিটে উৎপাদন ক্ষমতা ১৮ টন। আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে চায় কৃর্তৃপক্ষ।

আজ কোম্পানির পরীক্ষামূলক উৎপাদনের উদ্বোধন করেন কোম্পানির মার্কেটিং পরিচালক হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানি সচিব এবিএম গোলাম মোস্তফা এফসিএমএসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

মার্কেটিং পরিচালক হুমায়ুন কবির বলেন, ফার গ্রুপ ১৯৯১ সাল থেকে সুনামের সাথে গার্মেন্টস ব্যবসা করছে। এমনকি একটি স্তব্দ সময়ে সাহস নিয়ে গ্রুপটি নতুন ব্যবসায় বিনিয়োগ করছে। এর মাধ্যমে তারা দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে চায়। করতে চায় নতুন কর্মসংস্থান।

তিনি বলেন, এই কারখানায় বিশ্বের সর্ব শেষ প্রযুক্তির মেশিনারিজ ব্যবহার করা হয়েছে। এগুলো জাপান, জার্মান, ইটালী, চিন ও ভারত থেকে আমদানী করা হয়েছে। ফার কেমিক্যালের সম্প্রসারণ ইউনিটের জন্য প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, ফার কেমিক্যাল স্পিনিং ইউনিটের মাধ্যমে বছরে কোম্পানিটির প্রায় ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলারের সম পরিমাণ সুতা উৎপাদন করা যাবে। দৈনিক উৎপাদন ক্ষমতা ১৮ হাজার কেজি বা ১৮ টন সুতা। এর মাধ্যমে রাজস্ব আয় হবে প্রায় ৬৬ হাজার ৬০০ মার্কিন ডলার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এই খাতে বাংলাদেশের ব্যবসার সম্ভাবনা অনেক বেশি। ফলে বর্তমানে আমাদের যেই সক্ষমতা আছে, সামনে এটি আরও বাড়াতে হবে।

কোম্পানি সচিব এবিএম গোলাম মোস্তফা বলেন, এতোদিন আমরা কুমিল্লা ইপিজেডে ছিলাম। সেখানে আমাদেরকে প্রতিমাসে ভাড়া গুনতে হতো। এখন নিজস্ব জমিতে আসার কারণে ওই টাকাটা বাঁচবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফার কেমিক্যালের কেমিক্যাল ইন্ড্রাস্ট্রি চালু হতে আরও কিছুদিন সময় লাগবে। পূর্বে আমাদের যেই মেশিনারিজ ছিলো, তার বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। ফলে সব নতুন মেশিনারিজ নিয়ে কার্যক্রম চালু করার কথা ভাবা হচ্ছে। চলমান বৈশ্বিক আর্থিক মন্দা এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবস্থা বিবেচনা করে কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিবে বলেও জানান তিনি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ