আবুধাবিতে কালচার মেলা
প্রকাশ: ২০১৬-০৩-২২ ২১:৫৫:৫৩

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে হয়ে গেল বিশ্বের ৫৭টি দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচার মেলা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী নিজস্ব পোশাক, স্টল আর সাংস্কৃতির মাধ্যমে তুলে ধরেন নিজ দেশের পরিচয়।
গত রবিবার আবুধাবি রিম আইল্যান্ডেস্থ প্যারিস সওবোন ইউনিভার্সিটি ন্যাশনাল ডে উপলক্ষে ছিল এ আয়োজন।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা গেলেও, মেলায় ছিল না বাংলাদেশের স্টল। ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থী আফরাহ মেরী বলেন, বিশ্বের ৫৭ টি দেশের সঙ্গে বাংলাদেশি হিসেবে এতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এটা শুধু আমার গর্ব নয় সমগ্র বাংলাদেশিদের গর্ব। আমি গত বছরও অংশ নিয়েছিলাম।
লাল-সবুজ পতাকা হাতে একটি দেশাত্মবোধক গানের সাথে নৃত্য করেছিলাম। তখন পতাকার সম্মানে আগত দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিল। তা দেখে আনন্দে বুকটা ভরে যায়। আমি আগামী দিনের কাজের অনুপ্রাণিত হয়।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













