বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৮ ০৯:৩৭:২৫

বৈশ্বিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।শীর্ষ আমদানিকারক দেশ চীনে চাহিদা বৃদ্ধির সম্ভাবনায় পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী। খবর রয়টার্স।
বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারী, আবাসন খাতে সংকট ও সর্বোপরি বৈশ্বিক পরিস্থিতির কারণে চীনের অর্থনীতি টালমাটাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকার মুদ্রানীতি কিছুটা শিথিল করেছে, যা জ্বালানি তেলের দাম বাড়াতে সহায়তা করছে।
সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১৭ সেন্ট বা দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯১ ডলার ৮০ সেন্টে। এর আগের সপ্তাহের বাজার আদর্শটির দাম প্রায় ৬ দশমিক ৪ শতাংশ কমে গিয়েছিল।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬ সেন্ট বা দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৫ ডলার ৬৭ সেন্টে। গত সপ্তাহে বাজার আদর্শটির দাম ৭ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল।
এদিকে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে রফতানিকারক দেশগুলোর জোট ওপেক। এপ্রিলের পর থেকে এ নিয়ে চারবার পূর্বাভাস কমানো হলো। পাশাপাশি আগামী বছরের চাহিদা প্রবৃদ্ধি পূর্বাভাসও কমানো হয়েছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













