
বৈশ্বিক বাজারে আবারো কমেছে তামার দাম। বিশ্বের শীর্ষ ধাতু উৎপাদক ও ব্যবহারকারী দেশ চীন মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে বিদ্যমান বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নেয়ায় তামার বাজার নিম্নমুখী চাপে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, চীন বিধিনিষেধ অব্যাহত রাখলে দেশটির অর্থনীতির গতি আরো শ্লথ হয়ে পড়বে। ফলে ধাতুটির চাহিদা কমবে, যা নেতিবাচক প্রভাব ফেলবে বৈশ্বিক চাহিদায়।
এ বিষয়ে তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে তামার তিন মাসভিত্তিক সরবরাহ চুক্তির দাম দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৫০৬ ডলারে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ধাতুটির দাম দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬২ হাজার ৬৫০ ইউয়ান বা ৮ হাজার ৭০২ ডলার ৬০ সেন্টে।
এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জের গুদামগুলোয় সম্প্রতি তামার মজুদ ব্যাপক হারে বেড়েছে। তবে সরবরাহ সংকট এখনো কাটেনি।
এনজে