২ শতাংশ বাড়ার সম্ভাবনা ভারতের চিনি উৎপাদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২০ ০৯:১৪:২৫

ভারতে চলতি মাসে ২০২২-২৩ চিনি উৎপাদন মৌসুম শুরু হয়েছে। এ মৌসুমে দেশটি ৩ কোটি ৬৫ লাখ টন চিনি উৎপাদন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সদ্য সমাপ্ত মৌসুমের তুলনায় উৎপাদন ২ শতাংশ বাড়বে। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (ইসমা) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে ভারত বিশ্বের শীর্ষ চিনি উৎপাদক দেশ। এছাড়া রফতানিতে ব্রাজিলের পরই দ্বিতীয় শীর্ষে দেশটির অবস্থান। ২০২১-২২ মৌসুমে দেশটি ৩ কোটি ৫৮ লাখ টন চিনি উৎপাদন করেছে। সে হিসাবে এ মৌসুমে উৎপাদন বাড়বে সাত লাখ টন।
এ মৌসুমে দেশটির মিল মালিকরা ৪৫ লাখ চিনি ইথানলে রূপান্তর করবে। এর বাইরে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৩ কোটি ৬৫ লাখ টনে। গত মৌসুমে মিলাররা ৩৪ লাখ টন চিনি ইথানল উৎপাদনে ব্যবহার করেছিল। ২০২২-২৩ মৌসুমে গ্যাসোলিনের সঙ্গে ১২ শতাংশ ইথানল মিশ্রণ করবে ভারত।
এ বিষয়ে ইসমা এক বিবৃতিতে জানায়, নতুন মৌসুমের শুরুতে পুরনো মৌসুমের চিনির মজুদ দাঁড়িয়েছে ৫৫ লাখ টনে। ভোগ্যপণ্যটির স্থানীয় ব্যবহার এ মৌসুমে ২ কোটি ৭৫ লাখ টনে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে।
এ মৌসুমে দেশটি ৯০ লাখ টন চিনি রফতানি করতে সক্ষম হবে বলে জানিয়েছে ইসমা। নতুন রফতানি নীতি অনুসারে দেশটি দুই ধাপে চিনি রফতানি করছে। এ ধারাবাহিকতায় মৌসুমের প্রথম ধাপে ৫০ লাখ টন চিনি রফতানির অনুমতি দেয়া হবে। এক সপ্তাহের মধ্যেই চিনি রফতানির কোটা ঘোষণা করা হবে বলে জানিয়েছে সরকারসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













