এই সময় রুবেল কোথায়?

আপডেট: ২০১৬-০৩-২৩ ১৬:৫১:৫৬


3910869736001_4100628839001_201437 (1)আজ হয়তো পুরো বাংলাদেশ তার দিকে তাকিয়ে থাকত। দেখতে চাইত, তার সঙ্গে বিরাট কোহলির চেনা লড়াই। বাংলাদেশের সাম্প্রতিক উত্তরণের সেই অন্যতম নায়ক পেসার রুবেল হোসেনকেই বুধবার রাতে বসতে হবে টিভির সামনে।

চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা রুবেল বেঙ্গালুরুর ভারত-বাংলাদেশ বিশ্বকাপ আবহ থেকে বহু দূরে। তিনি এখন অবস্থান করছেন বাগেরহাটে।

ভারতের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রুবেল বলেন,  ‘কার আর নিজের টিমের খেলা টিভিতে দেখতে ভালো লাগে? কিন্তু কী করা যাবে, চোটের উপর তো কারও হাত নেই। এটাই জীবন।’

বিরাট কোহলিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে দেখলে নিজেকে সামলাতে পারবেন না তিনি। রুবেলের গলায় অসহিষ্ণুতা, ‘বিরাটের সঙ্গে লড়াইটা খুব মিস করব। আসলে ওর সঙ্গে আমার লড়াইটা অনেক পুরোনো, আন্ডার নাইন্টিন থেকে। মাঠের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে।  সবই কিন্তু মাঠের মধ্যে। মাঠের বাইরে আমাদের সম্পর্ক খুব ভালো।

দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ নিষিদ্ধ।  এখন মাশরাফির টিমে তাকে কতটা প্রয়োজন উপলব্ধি করেই রুবেলের বক্তব্য,  ‘এখন আমি পুরো সুস্থ। কিন্তু যা হয়নি তা নিয়ে ভেবে আর লাভ নেই। আমাদের টিম জিতলেই আমি খুশি। এখনও দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচের জন্য এখান থেকেই গলা ফাটাব।’

তাসকিনের মনোবল বাড়ানোর জন্য তাকে ফোনও করেছিলেন রুবেল। বুঝিয়েছেন জীবনের কঠিন মুহূর্তে কী ভাবে ফোকাস ধরে রাখতে হয়।

গত বছর প্রেমিকা অভিনেত্রী হ্যাপির সঙ্গে বিতর্কে জড়িয়ে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। এখন হ্যাপি রুবেলের জীবনে নেই। ওই বিতর্কও শেষ। জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া রুবেল নিশ্চিত, কঠিন সময়ের মধ্যে থাকাটা বাড়তি তাগিদ এনে দেবে বাংলাদেশ শিবিরে।

সানবিডি/ঢাকা/রাআ