জ্বালানি তেলের দাম ৭০ ডলারের নিচে নামবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২০ ২১:০০:৫৮


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হবে আগামী নভেম্বরে। এর আগে দেশটিতে তেল ও গ্যাসের মূল্য বাড়ছে। স্বাভাবিকভাবেই তা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।

জ্বালানি পণ্য দুটির দাম বাড়তে থাকলে এ নির্বাচনে তার দল ডেমোক্র্যাট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন দেশটির জনগণ। তাই তেলের দর কমাতে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৯ অক্টোবর) বাইডেন ঘোষণা দিয়েছেন-যুক্তরাষ্ট্রের মজুত থেকে ১৫০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।

ওই দিন রুজভেল্ট রুমে তিনি বলেন, আমরা জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে যাচ্ছি। একই সময়ে দামও কমবে। যেখানে অন্যান্য দেশে অস্থিরতা বিরাজ করছে।

ইউএস স্ট্র্যাটেজিক পেটোলিয়াম রিজার্ভে ১৮০ মিলিয়ন ব্যারেল তেল মজুত আছে। সেখান থেকে আসছে ছয় মাসে পর্যায়ক্রমে ১৫ মিলিয়ন বাজারে অবমুক্ত করা হবে। চলতি বসন্তে এ প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট বাইডেন।

তবে সময়মতো সেই ঘাটতি পূরণ করা হবে বলেও ঘোষণা দেন তিনি। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর নেতা বলেন, অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম ৭০ ডলারের নিচে নামলে বিশ্ববাজার থেকে তা কিনে রিজার্ভে রাখা হবে। এরই মধ্যে সেই পরিকল্পনা শুরু করেছে আমার প্রশাসন।

এতে স্পষ্ট সংকেত পেয়েছে বাজার। স্বাভাবিকভাবেই তেলের দাম কমতে পারে। এ লক্ষ্যে অভ্যন্তরীণ কোম্পানিগুলো প্রণোদনাও পেতে পারে। এমনই আভাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।

এএ