ভারতে এক মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২২ ১২:৩৭:০৫


উৎসব মৌসুম সামনে রেখে ভারতীয়দের প্রত্যাশিত স্বর্ণ ক্রয় না হওয়ায় চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে। ধনতেরাস ও দিওয়ালির মতো উৎসব সামনে থাকলেও স্বর্ণের দাম এক মাসের সর্বনিম্নে দাঁড়িয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

কলকাতাভিত্তিক জেজে গোল্ড হাউজের স্বত্বাধিকারী হারশাদ আজমেরা বলেন, উৎসব মৌসুম সামনে রেখে স্বর্ণের দাম কমায় খুচরা বিক্রেতারা আগ্রহী হচ্ছে। এতে আমাদের মতো পাইকারি বিক্রেতাদের কাছ থেকে ভালোই বিক্রি হচ্ছেন।

শুক্রবার স্থানীয় স্বর্ণের দাম প্রতি ১০ গ্রাম ৪৯ হাজার ৮১০ রুপিতে দাঁড়িয়েছে, যা ২৯ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গহনার পাশাপাশি স্বর্ণমুদ্রা ও বারের বিক্রিও বেশ চাঙ্গা রয়েছে বলে জানান মুম্বাইভিত্তিক এক স্বর্ণ বিক্রেতা।

বিক্রি বৃদ্ধিতে অনেক ডিলার আউন্সপ্রতি প্রিমিয়াম ২ দশমিক ৫ ডলার পর্যন্ত বাড়িয়েছেন। অনেক ব্যাংক উচ্চ প্রিমিয়াম প্রদানকারী চীন ও তুরস্কের মতো বাজারে সরবরাহ বাড়াচ্ছে।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শুভঙ্কর সেন বলেন, দীপাবলি ও ধনতেরাস গহনা কেনার সবচেয়ে বড় দুই উৎসব। এ সময় আমাদের বিক্রি বাড়ে। এ বছরও ক্রেতাদের আনাগোনা বেড়েছে। স্বর্ণের দাম কিছুটা কমায় স্বস্তি এসেছে। দীর্ঘমেয়াদে বিনিয়োগের উপকরণ হিসেবেও স্বর্ণের চাহিদা বাড়ছে। সার্বিকভাবে এ শিল্পক্ষেত্রে বিক্রি আর্থিক অংকে গত বছরের তুলনায় ১০-১২ শতাংশ বাড়বে বলেই তিনি আশাবাদী।

এদিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির অবমূল্যায়ন ঠেকানো যাচ্ছে না। গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে যার মান সর্বকালের সর্বনিম্নে নেমে গিয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, এদিন রুপির মূল্যমান কমেছে ৬০ পয়সা। প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৩ দশমিক ০৮ রুপিতে। এর আগে ইতিহাসে কখনো এত কম দামে ভারতের মুদ্রা বিক্রি হয়নি। এ নিয়ে টানা তিন কার্যদিবসে ভারতীয় রুপির মান কমল।

এনজে