
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়লেও বাড়তির দিকে পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজের দাম কেজিতে ৪-৭ টাকা করে বেড়েছে। ফলে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকাররা।
সংশ্লিষ্টরা জানান, বেশ কয়েকদিন হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমতির দিকে ছিল, কিন্তু গতকাল ভারতে দাম বাড়ার অজুহাতে দেশের বাজারে মসলাপণ্য পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বন্দর দিয়ে আগে নাসিক, ইন্দোর ও নগর জাতের পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ বর্তমানে ৩০-৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা একদিন আগেও ২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। একই জাতের বড় আকারের পেঁয়াজ আগে ২৭ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক তোজাম্মেল হোসেন বলেন, ভারতের ব্যাঙ্গালুরু অঞ্চলে বন্যার কারণে পেঁয়াজের খেত নষ্ট হয়ে সরবরাহ খানিকটা কমেছে। এতে করে ভারতের বাজারেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সপ্তাহের শেষের দিকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি খানিকটা বেড়েছে। সপ্তাহের শুরুর দিকে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ৩০-৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে গত বৃহস্পতিবার ৩৬টি ট্রাকে ১ হাজার ৪৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি বন্ধ ছিল। গতকাল আবারো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে।
এনজে