ভোমরায় ৩০০ টন কমেছে ভুট্টা আমদানি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১০-২৩ ১০:১৯:৫০

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমতে শুরু করেছে ভুট্টা আমদানি। ভারতে খাদ্যশস্যটির উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি ডলারের বিনিময় মূল্য বৃদ্ধিকে এর পেছনে দায়ী করা হচ্ছে। বন্দরসংশ্লিষ্টরা জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শস্যটির আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০ টন কমেছে।
এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের ভুট্টা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এমডি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কামরুল ইসলাম জানান, অন্য যেকোনো সময়ের তুলনায় সম্প্রতি তার প্রতিষ্ঠানে ভুট্টা আমদানি কমেছে। ভারতে গত দুই থেকে তিন মাস ধরে ভুট্টা সরবরাহ কম। বর্তমানে সে দেশের ব্যবসায়ীদের কাছে কিছু পরিমাণ ভুট্টার মজুদ রয়েছে। সেগুলো থেকেই দেশটি রফতানি করছে। কিন্তু এসব ভুট্টা কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে।
তিনি আরো বলেন, গত বছর এ সময়ে যে ভুট্টা আমদানিতে খরচ পড়েছে ২২-২৩ টাকা কেজি। বর্তমানে তা বেড়ে ৩৪-৩৫ টাকায় উন্নীত হয়েছে। তাছাড়া ডলারের মূল্য বেড়েই চলেছে। ফলে কৃষিপণ্যটির আমদানি কমে গেছে। এখন সপ্তাহে ২৫-৩০ ট্রাক ভুট্টা আমদানি হচ্ছে। অথচ গত বছরের একই সময় সপ্তাহে অন্তত ৫০ ট্রাক ভুট্টা আমদানি হয়েছে।
এদিকে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গিয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি হয়েছে ১২ হাজার ৫২৭ টন। যার আমদানি মূল্য ৪০ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে গত ২০২১-২২ অর্থবছরে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি হয়েছিল ১২ হাজার ৮১৪ টন। যার আমদানি মূল্য ৩৪ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্যটির আমদানি কমেছে ২৮৭ টন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













