টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৩ ১৪:০৫:০১


টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, উইকেট বেশ ভালোই মনে হচ্ছে। কিছুটা ঘাস দেখা যাচ্ছে। আকাশে মেঘও আছে। বল কিছুটা সুইং করবে বলে মনে হয়। সেই সুবিধা কাজে লাগানোর চেষ্টা করবো।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শ্বদিপ সিং।

পাকিস্তান একাদশ:

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।