

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবশেষ জয় এসেছিল সেই ২০০৭ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর ১৫ বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত আসরে বহুল কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ। টােইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৫ রান করে নেদারল্যান্ডস। আর সাকিব বাহিনী এবারের আসরে প্রথম ম্যাচেই পায় ৯ রানের জয়।
হোবার্টের বেলারিভে স্টেডিয়ামে সোমবার নেদারল্যান্ডসের সামনে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে টাইগাররা। জবাবে শুরুতেই হোঁচট খায় নেদারল্যান্ডস। ১৫ রানে ৪ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৩৫ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস।
এদিন ইনিংসের প্রথম ২ বলে দুটি উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। নিজের শেষ ওভারে নেন আরও দুটি উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৫ রানে নেন ৪ উইকেট। টি-টোয়েন্টি দেশের হয়ে কোনো ম্যাচে দুই উইকেটের বেশি পেলেন এই প্রথম। দারুণ বোলিংয়ে তিনিই জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।