সিরাজুল মানিক
সপ্ন বন্দী উনমুত্ত কারাগারে
সেই গর্জন বিলুপ্ত আজ |
লুটেরা লুট করে যায়
অন্ধের মতো চেয়ে থাকতে হয়,
ভয় নামক একটি শব্দের কারনে |
বলতে ভয়,চলতে ভয়,শুধুই ভয়,
অথচ মুক্ত!
মুক্ত নামক একটি শব্দ মোলাটের মতো,
শুধুই আকর্ষন বাড়ায় |
প্রান খুলে হাসতে পারেনা
নির্ভয়ে চলতে পারেনা,
প্রতিবাদী মনকে জেগে ঘুমাতে হয় |
এমন এক শিকলে আবদ্ধ
যা দেখেও না দেখার মতো
বেধে রেখেছে শত প্রতিবাদ |
এনজে