টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৬ ১০:৫৩:১৬


আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লড়াইয়ে নামছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

২০১০ সালে টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার ফেবারিটের তালিকায় থেকেই খেলছে। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারিয়েছে ৫ উইকেটে।

অন্যদিকে আইরিশরা সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয় স্বীকার করেছে ৯ উইকেটে। সেমিফাইনাল খেলার জন্য আজ ইংল্যান্ডের জয় প্রয়োজন। অন্যদিকে লড়াইয়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই আইরিশদেরও।

এম জি