বিআরটিসিও অতিরিক্ত ভাড়া আদায় করছে
প্রকাশ: ২০১৫-১০-১৫ ১৯:৫৮:৩৪
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-নরসিংদীসহ বিভিন্ন সড়কে বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন প্রমাণ আমি নিজেই পেয়েছি। এ ঘটনায় বিআরটিসির চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি খোঁজ নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর পয়েন্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত অভিযান চলছে। এখনও ৪০ শতাংশ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়কারী মালিক, চালক, শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ আগামী নভেম্বরে শুরু হবে। জাইকার অর্থায়নে এ প্রকল্পের নির্মাণ কাজ করা হবে।’
এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতায় ফ্লাইওভারের কাজও ১ নভেম্বর থেকে শুরু হবে হবে বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রী বিআরটিসির বাসসহ কয়েকটি পরিবহনে উঠে যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিশ্চিত হন। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।