

বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে হোবার্টে ডাচদের হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা।
সিডনি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অর্থাৎ বাংলাদেশ ফিল্ডিং করবে।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, স্ট্রিস্টান স্টাবস, ওয়াইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্তজে ও লুঙ্গি এনগিদি।