রুশোর সেঞ্চুরিতে প্রোটিয়াদের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৭ ১১:১৩:৪৬


ইনিংসের প্রথম ওভারের শেষ বলে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে সাজঘরে ফিরিয়ে দেন পেসার তাসকিন। কিন্তু এরপর যেন ছন্দ হারিয়ে ফেললেন বোলাররা। এরপরের সময়টা শুধুই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন রাইলি রুশো ও কুইন্টন ডি কক।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ ইউকেট হারিয়ে ২০৫ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ৫৬ বলে সর্বোচ্চ ১০৯ রান করেন রাইলি রুশো। রুশোর এই সেঞ্চুরিতে ৮টি ছক্কা ও ৭টি বাউন্ডারির মার রয়েছে।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, স্ট্রিস্টান স্টাবস, ওয়াইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্তজে ও লুঙ্গি এনগিদি।