

টি২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জয়ের জন্য ১৪৬ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। হেনরি নিকোলসের পর কেইন উইলিয়ামসনের স্ট্যাম্পও উপড়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। নিজের দ্বিতীয় ও ইনিংসের নবম ওভারের শেষ নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসনকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই তরুণ পেসার। এরপর অবশ্য সাকিব আল হাসানের বলে আরও একবার উল্লাসে মাতার সুযোগ পেতে পারতো বাংলাদেশ। কিন্তু আম্পায়ানের ভুলে এলবিডব্লিউ বঞ্চিত হয়েছেন সাকিব; সঙ্গে বাংলাদেশ। তবে ইনিংসের ১৫তম ওভারের পঞ্চম বলে কলিন মুনরোর স্ট্যাম্প উপড়ে ফেলে বাংলাদেশকে তৃতীয় সাফল্য দিয়েছেন পেসার আল-আমিন হোসেন। চতুর্থ সাফল্য এসেছে অধিনায়ক মাশরাফির বলে। এবারও স্ট্যাম্পেই আঘাত হেনেছে বল।
বাংলাদেশ পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন ১৮তম ওভারে। এবারের সাফল্যদাতা সেই মুস্তাফিজুর রহমান। শুভাগত হোমের দুর্দান্ত ক্যাচে গ্র্রান্ট ইলিয়টকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। ম্যাচে এটি তার তৃতীয় উইকেট। এরপর ইনিংসের শেষ ওভারে আরও একটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। এবার মিচেল সান্টানারকে বোল্ড করেছেন তিনি।
টি২০ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচে শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এই রিপোর্ট লেখা অব্দি নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে প্রথম আঘাতটা হেনেছিলেন মুস্তাফিজুর রহমানই। তার স্লোয়ার কাটার বুঝেই উঠতে পারেননি কিউইদের অভিষিক্ত ব্যাটসম্যান ও ওপেনার হেনরি নিকোলস। নিজের প্রথম ও দলের পঞ্চম ওভারের শেষ বলটিতে এক পলকেই স্টাম্প উড়িয়ে দেন মুস্তাফিজুর রহমান।
কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ভাল খেলেও হারতে হয়েছে টাইগারদের। তৃতীয় ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিয়ে মাত্র এক রানে হারে মাশরাফির দল। আগের একটি ম্যাচেও জয়ের স্বাদ নিতে না পারা বাংলাদেশ দল আজ জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে।
নিয়মিত ওপেনার ও তুখোড় ফর্মে থাকা মার্টিন গুপ্তিলকে ছাড়াই এই ম্যাচে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। আগের তিনটি ম্যাচে জিতে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে তারা।