বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০
আপডেট: ২০১৬-০৩-২৬ ১৯:৪০:৪৫

ইরাকের রাজধানী বাগদাদে একটি ফুটবল স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন আরো শতাধিক।
শুক্রবার বাগদাদের দক্ষিণে অবস্থিত ইসকান্দারিয়ার একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
দেশটির বাবেল প্রদেশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফালাহ আল খাফাজির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই স্টেডিয়ামে তখন একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল।
ইসকান্দারিয়া এলাকাটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর নিয়ন্ত্রণে ছিল। এরই মধ্যে এ হামলার দায় স্বীকার করেছে সংগঠনটি।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













