সড়ক দুর্ঘটনার শিকার নায়লা নাঈম
আপডেট: ২০১৬-০৩-২৬ ১৯:৫৪:৫৩

সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। গাজীপুরে যাওয়ার পথে তাকে বহনকারী অটোরিকশা উল্টে নাকের হাড় ভেঙে গেছে নায়লার।
নায়লা জানান, গাজীপুরে তার বাড়ি নির্মাণের কাজ তদারকির জন্য বৃহস্পতিবার একটি অটোরিকশা যোগে যাচ্ছিলেন। শুরু থেকেই চালক বেপরোয়াভাবে অটোরিকশা চালাচ্ছিলেন। পথিমধ্যে একটি স্পিড ব্রেকারের ওপর অটোরিকশাটি উল্টে যায়। পরে অটোরিকশা থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন নায়লা নাঈম। ওই সময় তার শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড আঘাত লেগেছে।
নায়লা জানান, দুই ঘণ্টা ধরে তার নাক দিয়ে রক্ত ঝরেছে। গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। এখন অনেকটা ভালো বলে জানান এই অভিনেত্রী।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













