
দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে আমদানীকৃত ভারতীয় আদার দাম কমেছে। সরবরাহ বাড়ায় কেজিতে ৩০-৪০ টাকা কমে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন ছুটির কারণে আমদানি বন্ধ থাকায় আদার দাম বেড়ে গিয়েছিল। সম্প্রতি আবারো আমদানি বাড়ায় বাজার নিম্নমুখী হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে।
জানা গিয়েছে, এক সপ্তাহ আগেও হিলি বাজারে আমদানীকৃত ভারতীয় আদা বিক্রি হয়েছিল প্রতি কেজি ১২০ টাকা, যা বর্তমানে ৮০-৯০ টাকা।
হিলি বাজারের আদা বিক্রেতা আবু তাহের জানান, বেশ কিছুদিন ধরেই বাজারে দেশীয় আদার সরবরাহ কম থাকায় আমদানীকৃত ভারতীয় আদা দিয়েই ক্রেতাদের চাহিদা পূরণ করা হচ্ছিল। কিন্তু শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা আটদিন ভারত থেকে আমদানি বন্ধ ছিল। পাশাপাশি দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি বন্ধ ছিল। তাই এ সময়ে দেশের বাজারে আদা সরবরাহ কমায় দাম অনেক বেড়ে যায়। পূজার ছুটি শেষে হিলিসহ দেশের সব স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে আদা আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে ভারতীয় আদা সরবরাহ বাড়ায় আবারো দাম কমতে শুরু করেছে।
এনজে