১৪ মাসের সর্বনিম্নে অ্যারাবিকা কফির বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-৩০ ০৯:৩১:৫৩


বৈশ্বিক বাজারে ১৪ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে অ্যারাবিকা কফির ভবিষ্যৎ সরবরাহ মূল্য। বিপরীতে দাম বেড়েছে অপরিশোধিত চিনির। মধ্য ও দক্ষিণ আমেরিকায় সরবরাহ বাড়ার সম্ভাবনায় পানীয় পণ্যটির বাজার নিম্নমুখী হয়ে উঠেছে। ইন্টারকন্টিনেন্টাল ফিউচারস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে অ্যারাবিকা কফির দাম পাউন্ডপ্রতি ১ শতাংশ কমে ১ ডলার ৮৪ সেন্টে নেমেছে।

২০২২-২৩ মৌসুমে (অক্টোবর-সেপ্টেম্বর) অনুকূল আবহাওয়ার কারণে ডিলাররা পরিশোধিত অ্যারাবিকা কফির শীর্ষ উৎপাদনকারী দেশ কলম্বিয়া এবং মধ্য আমেরিকায় উৎপাদন বৃদ্ধির আশা করছেন। এ মৌসুমে কফির উৎপাদন ১১ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

এনজে