ভারতের গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ধসে ১৪১ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর গুজরাট পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগসহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
রাজকোট রেঞ্জের আইজি অশোক কুমার যাদব রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বলেন, আমরা আরও তথ্য ও নাম জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঝুলন্ত এই সেতুটি ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। এছাড়া আহতও হয়েছেন অনেকে। প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এম জি