দেশে ফিরলো টাইগাররা

আপডেট: ২০১৬-০৩-২৭ ২০:৩০:৫৯


bangladesh_107129একদিনের ম্যাচে আগেই নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। শুরু সেই বিশ্বকাপে। এরপর সঙ্গে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নাকানি-চুবানি খাইয়েছে টাইগাররা। তবে টি টোয়েন্টিতে এরকম ভালো সময় আসেনি তখনও। কিন্তু এশিয়া কাপ থেকে পাল্টে গেছে পরিস্থিতি। সবচেয়ে ছোট ফরম্যাটের ক্রিকেটেও এখন ভালো করছে বাংলাদেশ। ওয়ার্ল্ড টি টোয়েন্টির মূল আসরে সবগুলো ম্যাচ হারলেও অধিনায়ক মাশরাফি বলছেন,অন্তত দুটো ম্যাচ জিততেই পারতো বাংলাদেশ।

বিশ্বকাপ মিশন থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে মাশরাফি বলেন, `আমরা দুটো ক্লোজ ম্যাচ হেরেছি, কিন্তু জিততেও পারতাম। দেশবাসীর মতো আমরাও হতাশ। তবে এটা বলতে পারি, আমরা ভবিষ্যতে এ রকম ক্লোজ ম্যাচ অনেক জিতবো’।

বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরেছে-এই পরিসংখ্যানে বিশ্বকাপে বাংলাদেশ কেমন খেলেছে তা বোঝানো যাবে না। মাশরাফিও বলছেন, ‘ম্যাচ শেষে জয় পরাজয়টাই আসল। আমরা কেমন খেলেছি তা হয়ত কেউ মনে রাখবে না’। ম্যাচের ফলাফলে হতাশ হলেও দল যেভাবে খেলেছে তাতে গর্বিত টাইগার অধিনায়ক। বলেন, ‘ছয় মাস আগেও টি টোয়েন্টিতে আমরা সেভাবে ভালো করতে পারিনি। কিন্তু এখন বলতে পারি, ক্রিকেটের এই ফরম্যাটেও আমাদেরকে হারানো যে কোন দেশের জন্য কঠিন হবে। আমরা সেটা বিশ্বকাপে প্রমাণ করেছি’।

কঠিন সময়ে সমর্থন যুগিয়ে যাওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান মাশরাফি। বলেন, তাদের জন্য ভবিষ্যতে আরও অনেক ম্যাচ জিতবেন তারা।

বিশ্বকাপ চলাচালে পেসার তাসকিন আহমেদের ওপর আইসিসির নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন মাশরাফি। বলেন, টুর্নামেন্টের মাঝপথে এমন একটা খবর তাদের জন্য কঠিন ছিল। মাশরাফি বলেন, ‘তার সাধারণ ডেলিভারিতে সমস্যা ছিল না। যেহেতু কেবল বাউন্সারে সমস্যা ছিল, তাই আমরা এও বলেছিলাম, সে বাউন্সার করবে না’।

সানবিডি/ঢাকা/রাআ