উড়ন্ত ইনিংস শুরু অস্ট্রেলিয়ার

আপডেট: ২০১৬-০৩-২৭ ২১:০৮:০৭


a_107215মোহালিতে শুরু হয়েছে দুই মোড়লের লড়াই। যারা হারবে, তাদের বিশ্বকাপ শেষ। ডু অর ডাই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে উড়ন্ত।

রুদ্রমূর্তি ধারণ করেন অজি ওপেনারদ্বয়। মাত্র ৪ ওভারেই বিনা উইকেটে ৫৩ রান তুলে ফেলে অজিরা। অবশ্য এর একটু পরেই ১৫ বলে ২৬ করে আউট হন ইসমান খাজা। উইকেটি পান আশীষ নেহরা।

নিজের প্রথম ওভার বল করতে এসে ২২ রান দিয়েছেন অশ্বিন। আগের ওভারে ১৭ রান দেন বুমরাহ।

সানবিডি/ঢাকা/রাআ