টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গেছে পাকিস্তান। আজকে দক্ষিণ আফ্রিকাকে হারালেও খুব একটা কাজ হবে এমনটা বলার উপায় নেই।
কারণ গ্রুপ দুইয়ে ভারত এরইমধ্যে ৬ পয়েন্ট পেয়ে গেছে। সাউথ আফ্রিকাও ৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আজ পাকিস্তান জিতলেও সেমিফাইনালে যাওয়র সম্ভাবনা সাউথ আফ্রিকারই বেশি।
কারণ সাউথ আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের হারাতে ফর্মে থাকা প্রোটিয়াদের খুব একটা কষ্ট হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
পাকিস্তান একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াশিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, অ্যাইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে, লুঙ্গি এনগিডি, তাবরেইজ শামসি।
এম জি