টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে টপ অর্ডারের নিখুঁত ব্যাটিংয়ে আইরিশদের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ফিফটিতে উড়ন্ত সংগ্রহ পেয়েছে দলটি।
অ্যাডিলেইড ওভালে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছে আইরিশরা। এই ম্যাচে বেশ বড় ব্যবধানে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কেন উইলিয়ামসনের দলের। শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। জিততে আইরিশদের করতে হবে ১৮৬ রান।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৫২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন কিউই ওপেনার ফিন অ্যালেন। ১৮ বলে পাঁচ চার ও এক ছয়ে ৩২ রান করেন তিনি।
দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩৫ বলে পাঁচ চার তিন ছয়ে ৬১ রান করে আউট হন তিনি। উইকেটরক্ষক ডেভন কনওয়ের ২৮, গ্লেন ফিলিপসের ১৭ রান ও ড্যারিল মিচেলের ৩১ রানে ভর করে ১৮৫ রানের সংগ্রহ পায় কিউইরা।
কিউইদের বিপক্ষে হ্যাট্রিক করেন আইরিশ বোলার জোশুয়া লিটল। ৪ ওভারে ৩ উইকেটে ১৫ রান দেন তিনি। এ ছাড়া আইরিশ বোলারদের মধ্যে মার্ক অ্যাডায়ার একটি এবং গ্যারেথ ডেলানি দুটি উইকেট নিয়েছেন।
এম জি