টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আফগানরা। অন্যদিকে অজিদের একাদশে নেই অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড।
আফগানিস্তান একাদশ :
মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গনি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, দারুস রাসুলি, রশিদ খান, নাভিন উল হক, মুজিবুর রহমান, ফজলহক ফারুকি।
অস্ট্রেলিয়া একাদশ :
ক্যামেরুন গ্রিন, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড