কর্মী ছাঁটাই ইস্যুকে কেন্দ্র করে নিজেদের সব কার্যালয় অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে টুইটার কর্তৃপক্ষ। এর পাশাপাশি কর্মীদের অভ্যন্তরীন অ্যাকসেস সুবিধাও বাতিল করা হয়েছে। জানানো হয়েছে, পরে ইমেইলের মাধ্যমে তাদেরকে জানানো হবে যে তাদেরকে ছাঁটাই করা হয়েছে কি না।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে পাঠানো ওই ইমেইলে টুইটারকর্মীদের জানানো হয় যে, টুইটারকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে আমরা আমাদের বৈশ্বিক কর্মীর সংখ্যা কমিয়ে আনবো। ঠিক কী পরিমাণ কর্মীকে রাখা হবে তা শুক্রবার (৪ নভেম্বর) রাতের মধ্যে জানিয়ে দেয়া হবে।
কি পরিমাণ কর্মীকে ছাঁটাই করা হবে সে বিষয়টি এখনও নিশ্চিত না হলেও তা কয়েক হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ পরিচালনা ব্যয় কমাতে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আগেই ঘোষণা করেছিলেন টুইটারের মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক।
শুধু এটিই নয়, বাতিল করা হয়েছে অফিসে কর্মীদের অভ্যন্তরীণ অ্যাকসেস সুবিধাও। ফলে, টুইটারের কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা আর ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।
সূত্র: রয়টার্স