আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, রাজপথে খেলা হবে। অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। কারণ, বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি। এই দুর্যোগের হাত থেকে দেশকে বাঁচাতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর টাউনহলে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, খুনি জিয়া বঙ্গবন্ধুর খুনিদের মাফ করেছেন কেন, এ প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন না। শেখ হাসিনার ওপর হামলা হয়েছে। তিনি সবার দোয়ায় আল্লাহর রহমতে বেঁচে আছেন। এই বিএনপিকে আমরা কখনোই ক্ষমা করব না।
তিনি বলেন, আজ কুমিল্লার সুশৃঙ্খল সম্মেলন প্রমাণ করেছে আওয়ামী লীগের গণজোয়ার শুরু হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।
এম জি