টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ-১ থেকে সেমিফাইনালে যেতে ইংল্যান্ডের প্রয়োজন ১৪২ রান। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে। এই রান তাড়া করে জয় পেলে অস্ট্রেলিয়াকে বিদায় করে নিয়ে শেষ চারে খেলবে ইংলিশরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল শ্রীলঙ্কার। পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিস উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। আসা-যাওয়ার মিছিলে তিনজন ব্যাটসম্যান রান করতে পারেন দুই অঙ্কের ঘরে। তার মধ্যে নিসাঙ্কা ৪৫ বলে ২ চার ৫ ছক্কায় করেন সর্বোচ্চ ৬৭ রান। ভানুকা রাজাপাকসে ৩ চারে ২২ বলে করেন ২২ রান। আর কুশাল মেন্ডিস ১ চার ও ১ ছক্কায় করেন ১৮ রান।
বল হাতে ইংল্যান্ডের পেসার মার্ক উড ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন বেন স্টোকস, ক্রিস ওকস, স্যাম কারান ও আদিল রশিদ।
এমজি