রাশিয়ার কোস্ত্রোমা শহরে একটি বারে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। একজন মদ্যপ ব্যক্তি ডান্সফ্লোরে ফ্লেয়ারগান নিক্ষেপ করায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কোস্ত্রোমা শহরের পলিগান নামের একটি বারে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আনুমানিক দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। সাথে সাথে লেলিহান ছড়িয়ে পড়ে গোটা বারজুড়ে। সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
ঘটনাস্থলে কর্মরত দমকল বাহিনীর এক কর্মী বলেন, প্রায় ৫০ জনের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভেতরে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনা বেশ ঝুঁকিপূর্ণ ছিলো কারণ যেকোনো সময় ভবনটি ভেঙ্গে পড়ার আশংকা ছিলো।
সূত্র: এএফপি