কুয়াকাটায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় চুরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মহিপুর থানা পুলিশ জানায়, কুয়াকাটার খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে রোববার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত একটি লোক মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতদেহের শরীরের চামরা অধিকাংশ ঝলসানো ছিল। এসময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে পুলিশ।
মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের মৃতদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, অজ্ঞাত মৃতদেহটি শনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এম জি