শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম বেড়ে ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। মূলত বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ ব্রাজিলে সরবরাহ সংকটের উদ্বেগ দেখা দেয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার।
ব্রাজিলে সড়ক অবরোধজনিত কারণে শস্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। দেশটির সবচেয়ে বড় বন্দরের প্রবেশে পথ পুরোপুরিভাবে অবরুদ্ধ। মূলত দেশটিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জ্বালানি পণ্য সরবরাহও ব্যাহত হচ্ছে। অন্যদিকে জ্বালানি পণ্যের ঊর্ধ্বমুখী বাজারের কারণে পরিবহন ব্যয়ও বেশি। এ কারণেই সয়াবিনের দাম বাড়ছে।
এদিকে গত তিন কার্যদিবসের মধ্যে প্রথমবারের মতো কমেছে গমের দাম। যদিও ইউক্রেনের রফতানি নিয়ে বাজারজুড়ে তীব্র শঙ্কা কাজ করছে। অন্যদিকে ভুট্টার দাম বর্তমানে নিম্নমুখীই রয়েছে।
শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিনের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৪ ডলার ৫৪ সেন্টে। তবে গমের দাম দশমিক ২ শতাংশ কমে বুশেলপ্রতি ৯ ডলার ১ সেন্টে নেমেছে। ভুট্টার দাম দশমিক ১ শতাংশ কমে বুশেলপ্রতি ৬ ডলার ৯৭ নেমেছে।
এনজে