ফ্লোর প্রাইস নিয়ে কোন বক্তব্য নেই আইএমএফ এর। তবে পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সংস্কার চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
মিটিং শেষে এসব কথা বলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
সোমবার (৭ নভেম্বর) এক ঘণ্টব্যাপী বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ পরামর্শ দিয়েছে আইএমএফ। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা সময়ে আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় এশিয়া ও প্যাসিফিক বিভাগের বাংলাদেশের মিশন প্রধান রাহুল আনন্দ, সিনিয়র অর্থনীতিবিদ এস্টেল জুয়ে লিউ, অর্থনীতিবিদ রিচার্ড ভার্গিসসহ আইএমএফের ছয় সদস্যের দল উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস