রংপুর সিটি করপোরেশনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। ইভিএমে ভোট গ্রহণ করা হবে এবং প্রতিটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।
পূর্ণাঙ্গ তফসিলে ইসি সচিব জানান, রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে।
নির্বাচন কমিশন সচিব জানান, রংপুর সিটিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। রংপুরের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। এছাড়া ৫ টি পৌরসভা ও ৪৮ টি ইউনিয়ন পরিষদে ২৯ ডিসেম্বর ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এম জি