দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকায়।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। দেশের বাজারে দেশি পাতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম, বলছেন ব্যবসায়ীরা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা একজন ক্রেতা বলেন, দেশের বাজারে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কোনো জিনিসপত্র কিনে শান্তি পাওয়া যাচ্ছে না। আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশের বাজারে দেশি পাতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে। পেঁয়াজ বিক্রি করে আমরা ব্যবসায়ীরাও কোনো শান্তি পাচ্ছি না। কারণ, আমাদের পুঁজি অনেক কম, আজ কম দামে কিনে আগামীকাল বেশি দামে কিনতে হচ্ছে। এতে করে আমাদের ক্যাশ (টাকা) বেশি প্রয়োজন হচ্ছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অল্প কিছু দিনের মধ্যে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে।
হিলি কাস্টমসের তথ্যমতে, সোমবার (৭ নভেম্বর) ভারতীয় ১৭ ট্রাকে ৫০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
এএ