চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্বের খেলা শুরু হয়েছে। যেখানে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। শুরুতেই তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল তারা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেলের ৬৮ রানের জুটিতে ভর করে ১৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। ফলে ফাইনালের টিকিট পেতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ রান।
পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, মোহাম্মদ হ্যারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইফতেখার আজমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
নিউজিল্যান্ড একাদশ:
ফিল অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, জিমি নিসাম, মিচেল সান্টনার, টিম সাউদি, ইস সোদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।