টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে কিউইরা। ১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান।
তবে আনপ্রেডিক্টেবল পাকিস্তান ‘শঙ্কাকে সম্ভাবনায়’ পরিণত করতে জানে। বল হাতে তারা শুরু থেকে চেপে ধরে নিউজিল্যান্ডকে। শাহিন আফ্রিদিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৫২ রানেই থামে টস জিতে ব্যাটিং নেওয়া কিউইদের ইনিংস।
তার জবাবে ব্যাট করতে নেমে গোটা বিশ্বকাপজুড়ে ফর্মহীনতায় ভুগতে থাকা বাবর আজম ও রিজওয়ান ধামাকা দেখালেন। তারা দুজনে গড়লেন ১০৫ রানের জুটি। ৫৩ রানে বাবর ফিরলেও হাল ধরেছিলেন মোহাম্মদ রিজওয়ান।
রিজওয়ান ৪৩ বলে ৫৭ রান করে ফিরলেও ম্যাচ জিততে পাকিস্তানের খুব একটা সমস্যা হয়নি। ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।