শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
১৫ মাস ব্যবহার না হলে সিমের মালিকানা বাতিল
প্রকাশিত - অক্টোবর ১৬, ২০১৫ ১২:০৯ পিএম
এখন থেকে ১৫ মাস ব্যবহার না করলেই মালিকানা থাকবে না মোবাইল সিমের। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্র জানায়, উন্নত দেশগুলোতে একটি সিম টানা ৩ মাস ব্যবহার না করলে মালিকানা বাতিল হয়ে যায়। বাংলাদেশে এ সময়সীমা ২৪ মাস। এখন ১১ ডিজিটের যেসব মোবাইল সিম ব্যবহৃত হচ্ছে তাতে একটি মোবাইল ফোন কোম্পানি সর্বোচ্চ ১০ কোটি নম্বর বরাদ্দ দিতে পারে। কিন্তু অনেক গ্রাহক একটি সিম কেনার পর অনেক দিন ফেলে রাখেন। অনেকে সিম কিনে কিছুদিন ব্যবহারের পর বিদেশ চলে যান। এতে অব্যবহৃত ওই সংযোগটির মালিকানা অন্য কাউকে বরাদ্দ দিতে পারে না সংশ্লিষ্ট মোবাইল ফোন কোম্পানি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে ৯ কোটির ওপরে। কিছুদিনের মধ্যে এই কোম্পানির গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে। এজন্য কোম্পানিটি তাদের পুরনো গ্রাহকদের অব্যবহৃত মোবাইল ফোনের অচল নম্বর নতুন করে গ্রাহকদের দেয়ার জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে।এর প্রেক্ষিতে বিটিআরসিট এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.