স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমাবেশের নামে বিএনপি জনগণের জানমালের ক্ষতি ও রাস্তাঘাট বন্ধ করলে প্রশাসন তাদের প্রতিহত করবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল বা পেশীশক্তি প্রদর্শন করে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রীর প্রতি জনগণের বিশ্বাস রয়েছে। দেশের সর্বত্র একই কথা, একই ধ্বনি, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প আর কেউ নেই।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ আবারও ভোটের জন্য তৈরি হচ্ছে। দেশের জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় এনে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ করবে। দেশের মানুষ এটাই বিশ্বাস করে।
তিনি বলেন, ঢাকায় ২০ লাখ লোক নিয়ে বিএনপির সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, তাতে আমাদের কিছুই যায় আসে না।
এম জি