শেষ হতে চলেছে চার বছরের অপেক্ষা। কাতার বিশ্বকাপের বাকি ১০ দিনেরও কম। এরই মধ্যে বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো।
এবার কাতার বিশ্বকাপের জন্য নিজেদের ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এবারের বিশ্বকাপের চূড়ান্ত দলে ২৬ জন রাখার অনুমোদন দেওয়া হলেও ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম একজন কম খেলোয়াড় নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো।
ফ্রান্সের বিশ্বকাপ দলে চোটের কারণে সুযোগ হয়নি বড় বড় নামের। পল পগবা আর এনগোলো কান্তে আগেই ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন কাতার বিশ্বকাপ থেকে।
অন্যদিকে, কিছুটা চোট থাকলেও ডিফেন্ডার রাফায়েল ভারানে আর প্রেসনেল কিম্পেম্বে জায়গা পেয়েছেন দেশমের স্কোয়াডে।
সদ্য ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমা আর এই মৌসুমের শুরুর থেকেই এসি মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অলিভিয়ের জিরু ফ্রান্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন কাতারে।
ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফঁস অ্যারিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্টিভ মাঁদাঁদা (রেন)।
ডিফেন্ডার: বেঞ্জামিন প্যাভার্ড (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারান (ম্যানচেস্টার ইউনাইটেড), থিও হার্নান্দেজ (এসি মিলান), জুলস কুন্দে (বার্সেলোনা), লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), প্রেসনেল কিম্পেম্বে (পিএসজি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ডায়ট উপামেকানো (বায়ার্ন মিউনিখ), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল)।
মিডফিল্ডার: আদ্রিয়ান র্যাবিওট (জুভেন্টাস), এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), মাতেও গেনদোজি (অলিম্পিক মার্সেই), অরেলিন চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই), ইউসুফ ফোফানা (মোনাকো)।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), উসমানে ডেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ের জিরু (এসি মিলান), কিংসলে কোম্যান (বায়ার্ন মিউনিখ), আঁতোয়ান গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), ত্রিস্টোফা এনকুনকু (লিপজিগ)।