ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) এর মাধ্যমে লেনদেনের জন্য প্লাটফর্ম ফি, ইন্টারঅপারেবল ফি এবং সার্ভিস চার্জ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক/পেমেন্ট সাভির্স প্রোভাইডার/ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) হলো বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ, যার প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষকে অনলাইন প্ল্যাটফর্মে এনে আর্থিক লেনদেন সংক্রান্ত ডিজিটাল সেবা প্রদান করা।
এটি বিভিন্ন আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বিভিন্ন মার্চেন্ট ও বিজনেস, সাধারণ কাস্টমার ইত্যাদি সেক্টরের বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে কানেক্টর বা ব্রিজ হিসাবে কাজ করবে। আইডিটিপি প্ল্যাটফর্মটি বাংলাদেশ ব্যাংক দ্বারা পরিচালিত হবে। আইডিটিপি আর্থিক খাতে রিয়েল-টাইমে এবং কম খরচে অনায়াসে তহবিল স্থানান্তরের অনুমতি দেবে।
ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম (আইডিটিপি) “বিনিময়” এর মাধ্যমে সম্পাদিত লেনদেন লেনদেনসমূহের জন্য প্লাটফর্ম ফি, ইন্টারঅপারেবল ফি এবং সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। যা আগামী ১৩ নভেম্বর ২০২২ তারিখ হতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এএ