মালিক ও শ্রমিকদের সেতুবন্ধনে কাজ করছে শিল্প পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১১ ০৮:৩৪:৫৭

মালিক ও শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে শিল্প পুলিশ কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মালিক ও শ্রমিকদের সমস্যা শুনে শিল্প পুলিশের সদস্যরা তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শিল্প পুলিশের এক যুগ পূর্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে। এটিকে পুঁজি করে কেউ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাইরে থেকে কেউ শ্রমিকদের প্রভাবিত করলেই সমস্যা তৈরি হয়। এ সংকট মোকাবিলায় মালিক-শ্রমিক সম্পর্ক উন্নত করতে হবে।’
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘শিল্প পুলিশ প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারি মনোভাব ও দক্ষতার সঙ্গে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে। নিরাপদ কর্মপরিবেশ থাকায় বিনিয়োগ ও উৎপাদন বেড়েছে।’
শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা-১০ আসনের এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিক লীগ সভাপতি নুর কুতুব আলম মান্নান প্রমুখ।
পরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে ‘অ্যাপ্রিসিয়েশন অব এপিলেন্স-২০২২’ পুরস্কার দেওয়া হয়।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













