নুর হোসেনের দেশে ফেরার সিদ্ধান্ত আজ
আপডেট: ২০১৬-০৬-২০ ১০:৫৫:১০
নারায়ণগঞ্জে সাত খুন মামলার অন্যতম প্রধান আসামি নূর হোসেনকে শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। নুর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আদালত আজ সিদ্ধান্ত দিতে পারে।
নুর হোসেনের আইনজীবী অনুপ কুমার ঘোষ জানান, দিনের দ্বিতীয়ার্ধে এ মামলা বারাসাত আদালতে উঠবে। এর আগে বারাসাত আদালতে নূর হোসেনের বিরুদ্ধে সরকারের তরফে মামলা তুলে নেয়ার আবেদন জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে নূর হোসেন শুনানির আবেদন করেন। ৩ অক্টোবর শুনানি হওয়ার কথা ছিল। সেদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুপস্থিত থাকায় ওই দিন পিছিয়ে যায় নূর হোসেনের শুনানি। পরবর্তী দিন ধার্য হয় ১৬ অক্টোবর।
বারাসাত আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিকাশ রঞ্জন দে জানান, ভারতীয় ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন জানিয়েছে। ওই ধারায় বলা হয়েছে, সরকার ইচ্ছা করলে যেকোনো মামলা প্রত্যাহার বা আসামিকে ওই মামলার দায় থেকে অব্যাহতি দিতে পারে। তিনি মনে করেন, শুক্রবার নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিবেন আদালত।