কবজিতে লুকিয়ে থাকা জাদুতেই জিতে যায় ধোনিরা!
আপডেট: ২০১৬-০৩-২৮ ২১:১৫:৫৩

বিরাট কোহলির প্র্যাকটিসের ছবি যদি একটু মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনার চোখ আটকাবে তাঁর কবজিতে। কখনও নীল বা কখনও কালো রঙের রাবার ব্যান্ডের ঘড়িতেই দেখবেন তাঁকে। শুধু বিরাটই নন, এখন টিম ইন্ডিয়ার অনেক সদস্যর হাতেই এই ঘড়ি দেখতে পাবেন। মাঝেমধ্যে ধোনিও প্র্যাকটিসে ব্যবহার করেন এই ঘড়ি। আপাত দৃষ্টিতে আর পাঁচটা ডিজিটাল ঘড়ির মতো দেখতে হলেও এটা কিন্তু সম্পূর্ণ আলাদা।
বিরাট-ধোনিদের ফিটনেস ফান্ডার আসল মন্ত্র কিন্তু লুকিয়ে কবজিতেই। জিম করতে-করতেও বিরাট অনেক সময় সেলফি পোস্ট করেন। সেখানেও বিরাটের সঙ্গে আঁঠার মতো তাঁর কবজিতে শোভা পায় এই ঘড়ি। এবার খোলসা করে বলা যাক।
বিরাট সহ টিম ইন্ডিয়া এখন যে ঘড়ি ব্যবহার করে তাঁকে বলা হয় ফিটনেস সুপার ওয়াচ। এই ঘড়ির বৈশিষ্ট্য শুনলেই বুঝতে পারবেন কেন এটা সাধারণ ওয়াচ না-হয়ে সুপার ওয়াচের তকমা পেয়েছে।
বাজারে একাধিক সুপার ওয়াচ ব্র্যান্ড রয়েছে। তবে মার্কিন মুলুকে তৈরি হওয়া ফিটবিট-ই এদের মধ্যে সেরা। বলিউড স্টার শ্রদ্ধা কাপুর ও টাইগর শ্রফের হাত ধরে ফিটবিট গতবছর অাগস্টে ভারতে পা রেখেছিল।
ফিটবিটের অনেকগুলি মডেল রয়েছে। তারমধ্যে জিপ, ওয়ান, ফ্লেক্স, চার্জ এইচ আর এবং সার্জ। যদিও বিরাট-ধোনিরা ফিটবিট সার্জেই মজেছেন।
এই সার্জে জিপিএস ট্র্যাকিং থেকে শুরু করে হার্ট রেট মাপা সবই সম্ভব। সারাদিনে একজন মানুষ ক’পা হেঁটেছে বা কত ধাপ সিঁড়ি উঠেছে, এমনকী কতটা ক্যালোরি ঝড়িয়েছে, সবকিছু নিঁখুত ভাবে জানিয়ে দেবে এই ফিটনেস ওয়াচ। স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ দিয়ে কানেক্ট করলেই ফোন এবং এসএমএস-এর নোটিফিকেশন ভেসে উঠবে ঘড়ির স্ক্রিনে। গানও শোনা যাবে ঘড়ি থেকে। ওয়াই-ফাই কানেক্টিভিটিতেও সুপার ওয়াচ আপনাকে সঙ্গ দেবে।

আপনিও যদি ফিটনেস ফ্রিক হয়ে থাকেন তাহলে অনলাইনে এই ঘড়ি কিনতেই পারেন। জিপের দাম ৪০০০ টাকা, ওয়ান পেয়ে যাবেন ৭,০০০ টাকায়, ফ্লেক্স চলে আসবে ৮-৯ হাজার টাকায়। চার্জ ও চার্জ এইচের দাম ১০-১২ হাজারের মধ্যে। তবে বিরাট-ধোনিদের সার্জের দাম সবচেয়ে বেশি। এর জন্য আপনাকে খরচ করতে হবে ২০ হাজার টাকা। অ্যামাজনে সবকটি মডেলই পাওয়া যায়। শুধু বিরাট বা শ্রদ্ধাই নন এই ঘড়ি ব্যবহার করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।
একান্তই যদি আপনি এতদাম দিয়ে এরকম একটা সুপারওয়াচ কিনতে না-পারেন তাহলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। চিনা কোম্পানি এমআই বাজারে এনেছে এ ধরণের ঘড়ি। যার দাম ৮০০ টাকা। দুধের স্বাদ ঘোলে না মিটলেও লস্যিতে তো মেটানোই যায়।
সানবিডি/ঢাকা/রাঅা







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












