কোহলির কাছে টাকা দাবি করল ধোনি!

প্রকাশ: ২০১৬-০৩-২৮ ২১:২৬:১৫


d-and-kএকাই নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ভারতকে কুড়ি-বিশের বিশ্বকাপের সেমিফাইনালে উঠিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ৫১ বলে ৮২ রানের ইনিংসটাও স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। বিরাট এরকমটা না-খেললে ভারতকে এবারের মতো বিশ্বকাপের মায়া ত্যাগ করতে হতো।

যুবরাজের পায়ে ক্র্যাম্প ধরায় বিরাটের সঙ্গে সেভাবে জুটি বাঁধতে পারেননি কোহলি। যুবিও আউট হয়ে যান লুজ শট খেলে। কিন্ত এরপর ক্যাপ্টেন ধোনির সঙ্গে জুটিতে ৩১ বলে ৬৭ রান তুলেছেন বিরাট। ধোনি নন-স্ট্রাইকিং এন্ডে থেকেই কোহলিকে ব্যাট চালানোর সুযোগ করে দিচ্ছিলেন বারবার। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোহলি ও তাঁর রাজকীয় ইনিংসের ভূয়সী প্রশংসা করার পরেই কোহলির থেকে হঠাৎ করে টাকা চেয়ে বসলেন ধোনি। কিন্তু কেন?

কালকে বিরাট-ধোনির রানিং বিটউইন দ্য উইকেট দেখে তাঁদের ক্রিকেটার কম স্প্রিন্টার বেশি বলেই মনে হচ্ছিল। যদিও এই দু’জনই দুর্দান্ত গতিতে দৌড়াতে পারেন। কালকে ফিল্ডারদের থেকেও অনেক বেশি মুভ করছিলেন ধোনি-বিরাটরা। তবে এক রান গুলোকে দু’রানে পরিণত করার জন্য ধোনি পুরো কৃতিত্ব নিজেকেই দিচ্ছেন। মাহি বললেন,‘বিরাটের আমাকে টাকা দেওয়া উচিৎ। আমি ওর হয়ে রানগুলো নিয়েছি। এক রান গুলোকে দু’রানে বদলেছি। আমার জন্যই এতগুলো রান নিতে পেরেছে ও’ এটা বলের পরেই হাসিতে ফেটে পড়েন ক্যাপ্টেন।

সানবিডি/ঢাকা/রাআ