শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মদ খেয়ে নেশাগ্রস্ত শ্যালকের হাতুড়ির আঘাতে ভগ্নিপতি আলবার্ট দাওয়া (৪০) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শ্যালককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) সকালে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম উৎসব মারাক (২১)
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, রোববার রাতে আলবার্ট অন্য সঙ্গীদের সঙ্গে চোলাই মদ খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় শ্যালক উৎসবের বাড়ি এলে উভয়ের মধ্যে একটি বিষয় নিয়ে তর্ক হয়। তর্কের একপর্যায়ে উৎসব মারাক তার ঘরে থাকা পাথর ভাঙার হাতুড়ি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করে। এ সময় পরিবারের লোকজন আলবার্টকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রোববার রাতে খবর পেয়ে মরদেতহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত উৎসবকে আটক করে।
এম জি