জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত-১৯ আসনের সংসদ সদস্য হয়েছেন ডরথী রহমান। ওই আসনের সংসদ সদস্য ছিলেন এ্যানী রহমান। গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও সংরক্ষিত আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেষ সময় ১ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোছা. ডরথী রহমান মনোনয়নপত্র দাখিল করেন। ২ নভেম্বর বাছাই করে তা গৃহীত হয়। গত ৮ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ডরথি রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মারা যাওয়া সংরক্ষিত সংসদ সদস্য এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী।
এম জি