গত রবিবার দুপুর ২ টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যায়ের ছাত্রদের সাথে অনুষ্ঠিত হল পার্সনাল ফাইন্যান্স এবং পুঁজিবাজারের ক্যারিয়ার নিয়ে একটি সচেতনতামূলক সেশন। সেশনটি পরিচালনা করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের কর্পোরেট বিজনেস বিভাগের জনাব রিয়াদ মোহাম্মদ আরিফ। যেখানে পার্সনাল ফাইন্যান্স কেন প্রয়োজন, কিভাবে সাহায্য করে এবং ছাত্র অবস্থা থেকেই তাদের সামনে কি কি সুযোগ রয়েছে, পুঁজিবাজার কিভাবে সাহায্য করতে পারে প্রভৃতি বিষয় তুলে ধরা হয়। তাছাড়া পুঁজিবাজারে ক্যারিয়ার নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন এবং প্রশ্নোত্তোর পর্বের উওর দেন জনাব মোঃ রকিবুল ইসলাম রুশো, হেড অব ডিজিটাল বিজনেস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। তাছাড়া ফাইন্যান্সিয়াল মার্কেটে নিজের ক্যারিয়ার গড়ার ব্যাপারে বেশ কিছু পরামর্শ দেন জনাব ফাহিম হাসান, রিসার্চ এসোসিয়েট, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
বিশ্বকাপের ফাইনালের এই আমেজেও অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল স্বতস্ফুর্ত। তাছাড়া স্পিকারের প্রশ্নের তড়িত উত্তরের পাশাপাশি, তাদের পক্ষ থেকেও ছিল অসংখ্য প্রশ্ন। কিভাবে তারা বিনিয়োগ শুরু করতে পারে, বিনিয়োগের ক্ষেত্রে কোন পথ তাদের অবলম্বন করা উচিত, নতুন হিসেবে পুঁজিবাজারে বিনিয়োগে কোন কোন বিষয়ে সচেতনতা অবলম্বন করা উচিত ইত্যাদি।
এনএসইউ ফাইন্যান্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে সঞ্চালনা করেন জিয়াদ এ নাসের এবং অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন ইসরাত জাহান তমা।
অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা ব্র্যাক ইপিএল স্টককে ধন্যবাদ জানায় এবং বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সেশন আরো বেশি হওয়া উচিত বলে মতামত দেয়।
এনজে